স্টাফ রিপোর্টার : মতলব উত্তর থানা পুলিশ ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামী গ্রেপ্তার করেছে।
১৮ জানুয়ারি মঙ্গলবার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ফরাজী কান্দি ইউনিয়নের জনতা বাজার বেড়ীবাঁধ সংলগ্ন ব্রীজের উপর থেকে মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমান (২৫)কে গ্রেপ্তার করে।
আটককৃত মিজানুর রহমান উপজেলার হাজিপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আদালত গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে জেল হাজতে প্রেরণ করেন।