কাব্য প্রকাশনী থেকে প্রকাশিত হলো চাঁদপুরের কৃতিসন্তান কবি শিউলী মজুমদারের প্রথম কবিতার বই আড়ালে আবৃত।

বইটির মূল্য রাখা হয়েছে ২০০টাকা। প্রচ্ছদ নাহিদ হাসান রবিন।
শিউলী মজুমদারের জন্ম চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায়। তার পিতার নাম রতন চন্দ্র রায়, মাতার নাম ঝর্ণা রানী রায়। পেশায় একজন শিক্ষক তিনি। বসবাস করছেন চাঁদপুর শহরে।
শিউলী মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। বিভিন্ন লিটলম্যাগেও দেখা যায় তার কবিতা। সংসার, পেশা এবং সংগঠনের পাশিপাশি তিনি লেখালেখিতেও সমান মনোযোগী।

বর্তমানে তিনি চর্যাপদ একাডেমির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।