এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করেছে পুলিশ।
২ মার্চ বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকায় এস.আই মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী মোতালেব হোসেনকে আটক করে, একই সময় উপজেলার চরবড়ালী এলাকায় এস.আই মো. নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী মোঃ ইব্রাহীম(৫০)কে এবং ফরিদগঞ্জ পৌরসভা এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আসামী আল আমিন (১৮) ও মো. রাকিব হোসেন (১৯)কে আটক করে এবং এ.এস.আই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২টি জিআর মামলার আসামী মো. ফারুক হোসেনকে আট করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিভিন্ন মামলার ৫ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।