স্টাফ রিপোর্টার : আর্ন্তজাতিক নারী দিবসে চাঁদপুরের প্রবীণ সংগীতশিল্পী ইতু চক্রবতীকে সংবর্ধানা প্রদান করেছে চর্যাপদ সাহিত্য একাডেমি। মঙ্গলবার ৮ মার্চ বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সোমা দত্তের বাসভবনে একজন সফল ও সংগ্রামী নারী হিসেবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ কাগজের সম্পাদক কবি প্রণব মজুমদার, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবি রুপক কুমার রক্ষিত ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
এসময় উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ এবং কবি সজীব মোহাম্মদ আরিফ।
অন্ষ্ঠুানে ইতু চক্রবতীর সাংস্কৃতিক সাধনার দীর্ঘপরিক্রমা ও নানাবিধ অভিজ্ঞতার কথা তার মুখ থেকে উঠে আসে। তার শিল্পসাধনার প্রতি সম্মান জানিয়ে চর্যাপদ একাডেমি পরিবারের পক্ষে তাকে সংবর্ধিত করা হয় বলে জানিয়েছেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।