মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৫৪নং সাতানি লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৯মার্চ ) সকালে অত্র বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মেহেদী মাসুদ প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শহীদ মিনার নির্মাণে অর্থায়ন করেছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মেহেদী মাসুদ ।
৫৪নং সাতানি লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, ৯নং ওয়ার্ডের মেম্বার মাশরাফি মাসুদ, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আল-আমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য যুবলীগ নেতা শাহআলম সরকার, সহকারী শিক্ষিকা শামছুন নাহার, আছাতুন নেছা, জোলেখা আক্তার, সাবিনা ইয়াসমিন, নাসরিন ফাতেমা’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।