মাসুদ হোসেন : গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। তিনি তার বক্তব্যে বলেন, অপ্রাপ্ত বয়সে আপনাদের মেয়েকে বিয়ে দিবেন না। তারা এ বয়সে সংসারের দায়িত্ব বহন করা মোটেও সম্ভব না। শারীরিক গঠন পূর্ণাঙ্গ হওয়ার আগেই বিয়ে অতঃপর সন্তান জন্ম দেয়ার কারণে বাল্যবধূরা পুষ্টিহীনতায় ভোগে। গর্ভধারণের বয়সে উন্নীত হওয়ার আগেই অল্প বয়সী বালিকাদের বিয়ে দিলে পরবর্তী সময়ে যে গর্ভসঞ্চার হয়, তা নবজাতক ও মা উভয়ের জন্যই বিপজ্জনক ও ক্ষতিকর হতে পারে। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।
মাদক ও সন্ত্রাসের কুফল তুলে ধরে তিনি আরো বলেন, সন্তান মাদকাসক্ত বা সন্ত্রাসের সঙ্গে জড়িয়েছে কি না তা প্রথমত মা-বাবার দেখার দরকার, এরপর নজরদারিতে রাখার দরকার শিক্ষা প্রতিষ্ঠানের। আপনাদের সন্তানের মধ্যে এমন কিছু দেখলে স্থানীয় প্রশাসনকে জানান। আমরা কাউন্সিলিং এর মাধ্যমে তাদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করব। তিনি আরো বলেন, করোনা মহামারীর এই দুর্যোগ মুহুর্তেও থেমে থাকেনি সরকারের উন্নয়ন। বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে বইছে উন্নয়নের জোয়ার।
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার-প্রচারণামূলক এ সমাবেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধ, মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা করা হয়। সমাবেশে ইউনিয়নের নানা বয়সী শতাধিক নারী অংশ গ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা গণসংযোগ অধিদপ্তরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।
এ সময় প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, এ প্রকল্পের মাধ্যমে সরকারের মেঘা প্রকল্প ও ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য ও এর ফলাফল জনগণকে অবহিতকরণ, টেক সই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি), ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দেশব্যাপী প্রচার কাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস জঙ্গী তৎপরতা, দুর্নীতি, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারী শিক্ষার উন্নয়ন, নারীরক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সরাসরি যোগাযোগমূলক কার্যক্রম হিসেবে এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ১৪০০টি মহিলা সমাবেশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে ভালো করে বারবার হাত ধোবেন হাতে ময়লা বা নোংরা দেখা না গেলেও বারবার হাত ধুতে পারেন। খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে, টয়লেট ব্যবহারের পর, পশুপাখির পরিচর্যার পর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউপি সদস্য নাজির হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগমসহ অন্যান্য ইউপি সদস্য ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।