মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর যুবলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ রমজান (২৯ এপ্রিল) নারায়ণপুর বাজারের মিলেনিয়াম চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান কাকন মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ খান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে যুবলীগ ত্যাগ স্বীকার করে সফলতা অর্জন করেছে। নারায়ণপুর পৌর যুবলীগকেও দলের যে কোন প্রয়োজনে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তৈরি থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, মো. জমির হোসেন পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর পৌর যুবলীগ নেতা মো. রাসেল প্রধান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তফু, যুবলীগ নেতা মো. রবিউল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য অরূপ কর্মকার, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন হাওলাদার, প্রবাসী আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, মো. ইকবাল হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খান, মো. শাহজাহান, মো. সায়েম খান, মো. সাইফুল ইসলাম খান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, ক্বারী মো. আব্দুল্লাহ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. মিজানুর রহমান।