স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সার্জিক্যাল ব্যবসায়ী, তরুন রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ সোহাগ হোসেন। তিনিএ ঈদে চাঁদপুরসহ দেশবাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর এ ঈদ আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয়। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের পর এবার সবাই এক সাথে ঈদের আনন্দে মরিয়া হয়ে উঠতে পারবে।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে পালন করতে পারে এটাই প্রত্যাশা করছি।