মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন ঘোড়া প্রতীকে প্রচারণা করছেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাড়া পাওয়ায় তার প্রচারণা জমে উঠেছে। প্রতীক পাওয়ার পর থেকে তিনি মাঠে প্রচারণা শুরু করেছেন।
শনিবার ইউনিয়নের টরকী বাজার সহ কয়েকটি স্থানে তিনি প্রচারণা করেন ও ঘোড়া প্রতীকে মিছিল করতে দেখা যায়। চেয়ারম্যান প্রার্থী আবুবকর সিদ্দিক খোকন বলেন, সুলতানাবাদ ইউনিয়নে উন্নয়নের জন্য একজন যোগ্য চেয়ারম্যান দরকার। জনগণ ও আওয়ামী লীগের তৃণমুলের নেতৃবৃন্দ আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দেননি।
জনগনের চাহিদার কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হবো। সকলের কাছে দোয়া চান তিনি।