সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৭ নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা করা হয়। সভায় বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হান্নান খান মিলনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভুট্টু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র শীল, মোঃ শাহ এমরান, আয়শা আক্তার, মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানের পূর্বে নব গঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি করা হয়।
বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,সদস্য সচিব আরিফুল ইসলাম, সহ-সভাপতি মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি নারগিস সুলতানা, সদস্য ইকবাল খান, ফারুকুল ইসলাম, মহিলা বিদ্যুৎসাহী সদস্য ফাতেহা, অভিভাবক সদস্য সামছুর নাহার। আফরোজা বেগম, ইউনিয়ন প্রতিনিধি ফিরোজা বেগম।
আলোচনা সভা শেষে নবাগত ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকলকে ফুল দিয়ে বরণ করা হয়।