স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভুয়া আইডির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
৬ আগস্ট শনিবার ফরিদগঞ্জ উপজেলার সালেহ আহম্মেদ ভূঁইয়ার পুত্র সোহেল আহমেদ বাবু ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী নং-৩১৮, তারিখ-০৬/০৮/২০২২ইং।
সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া নামে একটি ভুয়া আইডি “শামছুল হক ভূঁইয়া” নামে আইডি থেকে আজে-বাজে ষ্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষন্ন করা হচ্ছে। এছাড়াও আরেকটি ষ্ট্যাটাসে তেলের নতুন দামের সম্বলিত ছবি দিয়ে উল্লেখ রয়েছে “ঠিক হয় না”।
বিষয়টি ফরিদগঞ্জ উপজেলার সোহেল আহমেদ বাবুর নজরে আসলে তিনি মোবাইল ফোনের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে জানালে এই আইডি তার নিজের নয় বলে জানালে তিনি ফরিদগঞ্জ থানায় গিয়ে সাধারণ ডায়েরী করেন।
সোহেল আহমেদ বাবু জানান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মহোদয়ের ক্ষতিসাধনের উদ্দেশ্যে একটি চক্র ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের আপত্তিকর ষ্ট্যাটাসসহ আজেবাজে তথ্য প্রদান করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রে নেমেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে চিহিৃত অপরাধীদের গেপ্তারের মাধ্যমে আইন ব্যবস্থা গ্রহনের জন্য ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।