সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের বর্ধিত সভার মধ্য দিয়ে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।
গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উপজেলার ১৪ টি ইউনিয়নের বর্ধিত সভা। উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের সর্বস্তরে নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন বলেন, জাতির পিতা চেয়েছিলেন “সোনার মানুষ”। যুবলীগ নেতাকর্মীদের সেই সোনার মানুষ হতে হবে। দেশের যুব সমাজকে সোনার মানুষ রূপে গড়ে তুলতে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ যুব সমাজ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে এমনটিই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।
তিনি বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু শব্দটি এক ও অভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া আমরা স্বাধীনতা কল্পনা করতে পারি না। তার ২৩ বছরের সংগ্রাম, জেল-যুলুম, অত্যাচার আর নির্যাতন সহ্য করে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বাঙালি জাতিকে এই বিজয় নিয়ে এসেছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে ত্যাগ তা কোন ভাষায় প্রকাশ বা সংজ্ঞায়িত করা সম্ভব না।
বাংলাদেশের উন্নয়নকে দাবিয়ে রাখার জন্য দেশীয় এবং বিদেশীরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু বাংলার যুব সমাজ, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপসহীন, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবলীগ প্রস্তুত।
হুমায়ূন কবির সুমন সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার জন্য সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানান।