মোঃ সাজ্জাদ হোসেন রনি : কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। গনশুনানীতে বিভিন্ন ওয়ার্ডের সমস্যাবলী নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ওয়ার্ড প্রতিনিধিগন। উপজেলা কৃষি অফিস, শিক্ষা অফিস, সমাজসেবাসহ অন্যান্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে জনসাধারণের প্রশ্নের সমাধান দেওয়া হয়।
২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার বিকেলে হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে এ গনশুনানী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে ও ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা।
তিনি বললেন- জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ডের সমস্যা খুঁজে খুঁজে তা সমাধান করা। টিউবওয়েল সমস্যা, কাঁচা রাস্তা সমস্যা, প্রতিবন্ধী সমস্যা, কৃষি সমস্যা সহ মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধে তারা কার্যকর প্রদক্ষেপ নিবেন। তারা কার্যক্রমে অবহেলা করলে গনশুনানীতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে উঠে আসে। তাই প্রতি মাসে এ ধরনের গনশুনানী অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সাবেক সদস্য এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী এস এম কবির, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মনির হোসেন, দক্ষিণ ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হোছাইন প্রমূখ।
ইউপি সদস্য বাবুল মৃধা, আলী আহমেদ দেওয়ান, সোহেল পাটওয়ারী, টেলু পাটওয়ারী, জাকির হোসেন, সিরাজুল ইসলাম মাল, মাহবুবুর রহমান কাজী, মিজান শেখ, মোঃ কাউসার বেপারী, মহিলা সদস্যগনসহ সকল ওয়ার্ডের প্রতিনিধি ও সর্বসাধারণের একাংশ।