মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে এক্সপোর্ট ইমপোর্ট এক্সিম ব্যাংক দোয়াভাঙ্গা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার (২৪-নভেম্বর) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা আলামিন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন শাহরাস্তি শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম ব্যাংক) ঠাকুর বাজার শাখার অধীনে দোয়াভাঙ্গা এক্সিম ব্যাংক উপশাখার আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উক্ত ব্যাংকের কর্মকর্তা লতিব রাব্বানীর সঞ্চালনায় এতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আঞ্চলিক প্রধান কুমিল্লা অঞ্চল মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উন্নয়ন সমন্বয় কমিটি, উপজেলা পৌর আ’লীগের আহবায়ক আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ।
তিনি তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক শাহরাস্তির প্রথম প্রাইভেট ব্যাংক। বিগত বছরগুলোতে ব্যাংকটি সততার সাথে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এতে করে ব্যাংকটির ব্যক্তিগত উন্নয়নের সাথে সাধারণ জনগণ গ্রাহক তাদের প্রয়োজনীয় সেবা পেয়েছে। ওই সফলতা ভর করে ব্যাংকটি এই উপশাখার উদ্বোধন করা হচ্ছে। এছাড়া ব্যাংকটি ইতোমধ্যে ঠাকুর বাজার শাখা ও দোয়াভাঙ্গা উপশাখা দুটি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করায় তিনি ধন্যবাদ জানান। পরিশেষে তিনি ব্যাংকটির সফলতা কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট,এক্সিম ব্যাংক ঠাকুর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, দোয়াভাঙ্গা শাখা ইনচার্জ সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহসান উল্লাহ মজুমদার, ঠাকুর বাজার এক্সিম ব্যাংক ব্রাঞ্চ সিনিয়র প্রিন্সিপাল অফিসার (সেকেন্ড অফিসার ) মোঃ রবিউল হক, ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাজী মহিউদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন, গ্রাহক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।