মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে মেহের দক্ষিণ ও উত্তর ইউপি আ’লীগের এি-বার্ষিক সম্মেলন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।
ওইদিন সম্মেলনে ভোটাররা জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দর উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।
শুক্রবার(১৮-নভেম্বর) সকালে মেহের উত্তর ইউপির গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসায় এ সম্মেলন শুরু হয়।
এতে সাবেক শাহরাস্তি উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রশিদ পাটোয়ারী সভাপতি এবং ডা. মো. মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
ওইদিন বিকেলে ভোলদীঘি কামিল মাদ্রাসায় মেহের দক্ষিণ ইউপির আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই সময় ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে শামসুদ্দিন আহমেদ টুলিপ পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কামরুল হাসানকে নেতা নির্বাচিত হন ।
উক্ত সম্মেলনে শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আজ যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সবাই আ’লীগের কর্মী সমর্থক । সবাই আমাদের লোক। যিনি নেতা নির্বাচিত হয়ে আসবেন দল তাকেই সমর্থন দিবে। যারা বিজিত হবেন তারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আগামী দিনে নেতা নির্বাচিত হবেন। তাহলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে তৃণমূলের এই শক্তি জাতীয় রাজনীতিতে দল পরিচালনায় রসদ যোগাবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক মনজুর আহমেদ, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এবং সম্মেলন প্রস্তুতি কমিটির, মনিটরিং কমিটির সদস্য আবু নাসের পাটোয়ারী বাচ্চু, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌরসভার সাবেক আলীগের আহ্বায়ক রেজাউল করিম মিন্টু ,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান বেপারী, কাউন্সিলর মুকবুল আহমেদ, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার উপস্থিত ছিলেন।
এছাড়া আলীদের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ নেতা নির্বাচনে সম্মেলনের স্থলে উপস্থিত হন।