নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে চান্দ্রা বাজার জামে মসজিদে দোয়া করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরে সকল মসজিদে রোগ মুক্তি কামনায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় পাটোয়ারী।
মিলাদ ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন,ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর, ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য ফারুক আখন্দ,ইউনিয়ন যুবদল আহবায়ক খোরশেদ গাজী, যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের রিয়াদ, আউয়াল, আজাদ,রাজু, শ্রমিক দলের সভাপতি রিঙ্কু পাটোয়ারী, সাধারণ সম্পাদক খোকন মাঝিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।