মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিলেন শতবর্ষী ফিরোজা বেগম।
শতবর্ষী ফিরোজা বেগম নিজে হাঁটতে পারে না। তাই নাতির কোলে চড়ে ভোট কেন্দ্রে আসেন তিনি। এত বয়স হলেও কথা বলছিলেন স্পষ্ট ভাষায়। ভোট দিতে আসার প্রতিক্রিয়ায় তিনি জানান, ভোট দেয়ার পরিবেশ আছে সে জন্য তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছেন নাতির কোলে চড়ে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় তিনি খুব খুশি হয়েছেন বলে জানান।
ফিরোজা বেগম নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজিয়ারা গ্রামের মৃত আব্দুল বারেক দেওয়ানজীর স্ত্রী। বৃদ্ধা এ ফিরোজা বেগম সাত সন্তানের জননী।