মোঃ সাজ্জাদ হোসেন রনি: হাইমচরের আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই মার্চ সকাল ১০ টায় আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের মাঠে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনির পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও আলগী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী। আলোচনা সভার পূর্বে কোরআন তেলোয়াত করেন মোঃ আল-আমীন।
এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ সাহজান ভূইয়া, হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিক, ইউপি সদস্য মোঃ মিন্টু মিয়া পাটওয়ারী, উপজেলা যুবলীগের সদস্য মোঃ হাফেজ ছৈয়াল, আলগী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জসিম উদ্দিন রনি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমানত উল্লাহ বরকন্দাজ, ইউপি সদস্য মোঃ আমান উল্লাহ বেপারী, মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান রাড়ি, উপজেলা যুবলীগ নেতা মোঃ মজিব খাঁনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্র লীগের নেতৃবৃন্দ।
কেক কাটার পূর্বে সভাপতির বক্তব্যে মোঃ আতিকুর রহমান পাটওয়ারী বলেন, যার জন্ম না হলে এই দেশ পেতাম না, সেই মহানায়ক হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা এই দেশে মাতৃভাষা পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য। আমরা এই জন্মদিন থেকে ওনার জন্য দোয়া ও মাগফেরাত কামনা করছি, আল্লাহ যেনো ওনাকে বেহেশত নসিব করেন। আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনা ও আমাদের শিক্ষা মন্ত্রী ডা দীপু মনির জন্য সকলেই দোয়া করবেন। আগামী দিনেও আপনারা আবারো ২০২৩ সালের ডিসেম্বর মাসে ঐক্য হয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাহলেই এই দেশ সারা বিশ্বের তুলনায় আমরা মাথা উঁচু করে দাড়াতে পারবো ইনশাআল্লাহ।