এস এম ইকবাল : ফরিদগঞ্জ লেখক ফোরামের নব-নির্বাচিত সভাপতি সম্পাদককে দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
৯ ডিসেম্বর বিকালে দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মো.আশরাফুর রহমান শাওন সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক কাউছার হোছাইনকে ফুলেল সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি কে.এম নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বাঁধন কুমার শীল, সদস্য আব্দুল কাদের।
লেখক ফোরামের নব-নির্বাচিত সভাপতি কাওসার আহমেদ বলেন, ‘আমরা সবসময় দ্যা ওয়ান টেক ফাউন্ডেশনকে কাছে চাই। আমি বিশ^াস করি আমাদের প্রতিটি ভালো কাজে সংগঠন এবং শাওন আমাদেরকে সহযোগিতা করবে। আমাদেরকে সম্মানিত করায় সংগঠনের প্রতি আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য ‘দ্যা ওয়ান টেক ফাউন্ডেশন’ আমেরিকান ভিত্তিক একটি সামাজিক সংগঠন।