নিজস্ব প্রতিবেদক : মোঃ আমিন খান (৭২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হারিয়ে গেছেন। তিনি গত ২৫ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলার সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের সাবেক হোসেন খান মেম্বারের বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি।
মোঃ আমিন খানের গায়ের রং শ্যাম বর্ণ ফর্সা এবং চুল ও দাড়ি সাদা ছিল, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাথে একটি বালিশ নিয়ে বাড়ি থেকে বেড় হয়।

এই সংক্রান্তে গতকাল ২৬ ডিসেম্বর রবিবার রাতে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার নম্বর ১৫৪০।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে মোঃ মজিবুর রহমান খান(01671378811),অফিসার ইনচার্জ, চাঁদপুর মডেল থানা (01320115981)নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।