ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

শাহরাস্তি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭২ জন!

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১০০ জনের দৌড়ঝাঁপ চলছে। উপজেলার  নির্বাচনের তারিখ ঘোষনা না হওয়া সত্বেও মনোনয়ন প্রত্যাশী সকলেই নৌকার মাঝি হতে ঢাকায় কেন্দ্রে এবং জেলা-উপজেলার দলীয় নেতাদের কাছে জোরালো লবিং চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, এই উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন।
গত সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রত্যেকে সিনিয়র নেতাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। উপজেলায় ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ইউনিয়নে ৩ জন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৭ জন, মেহার উত্তর ইউনিয়নে ৫ জন, মেহার দক্ষিণ ইউনিয়নে ৬ জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৬ জন, চিতোষী পশ্চিম ইউনিয়নে ৮ জন, টামটা উত্তর ইউনিয়নে ৮ জন, টামটা দক্ষিণ ইউনিয়নে ৯ জন, সূচীপাড়া উত্তর ইউনিয়নে ১২ জন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে ৮ জন মনোনয়ন ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগ।
৭২ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৪ জন মহিলা মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন। বর্তমানে চেয়্যারম্যান পদে আসীন থাকা সকলেই মনোনয়নের জন্য ফরম নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে নৌকার প্রার্থী হিসেবে যাকে মনোনীত করেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে যেকোনো সময় ৪র্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হতে পারে। এই ৪র্থ ধাপের জন্য প্রস্তুতকৃত ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, আমরা বলেছি দল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের বায়োডাটা জমা দেয়ার জন্য। প্রতিদিন দলীয় কার্যালয়ে আমাদের দপ্তর সম্পাদকের কাছে আগ্রহীরা তাদের বায়োডাটা জমা দিতে পারবেন।
আরো পড়ুন  মতলব উত্তরে ৪৫ ঘন্টা পর ইটভাটা শ্রমিক মিনা বেগমের লাশ উদ্ধার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে ভোক্তা অধিকারের অভিযানে ২টি ঔষধ দোকানিকে ২৫ হাজার টাকা দন্ড

error: Content is protected !!

শাহরাস্তি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৭২ জন!

আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ১০০ জনের দৌড়ঝাঁপ চলছে। উপজেলার  নির্বাচনের তারিখ ঘোষনা না হওয়া সত্বেও মনোনয়ন প্রত্যাশী সকলেই নৌকার মাঝি হতে ঢাকায় কেন্দ্রে এবং জেলা-উপজেলার দলীয় নেতাদের কাছে জোরালো লবিং চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, এই উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন।
গত সপ্তাহে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রত্যেকে সিনিয়র নেতাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। উপজেলায় ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ইউনিয়নে ৩ জন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৭ জন, মেহার উত্তর ইউনিয়নে ৫ জন, মেহার দক্ষিণ ইউনিয়নে ৬ জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৬ জন, চিতোষী পশ্চিম ইউনিয়নে ৮ জন, টামটা উত্তর ইউনিয়নে ৮ জন, টামটা দক্ষিণ ইউনিয়নে ৯ জন, সূচীপাড়া উত্তর ইউনিয়নে ১২ জন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে ৮ জন মনোনয়ন ক্রয় করেছেন বলে নিশ্চিত করেছে উপজেলা আওয়ামী লীগ।
৭২ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৪ জন মহিলা মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন। বর্তমানে চেয়্যারম্যান পদে আসীন থাকা সকলেই মনোনয়নের জন্য ফরম নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে নৌকার প্রার্থী হিসেবে যাকে মনোনীত করেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামনে যেকোনো সময় ৪র্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হতে পারে। এই ৪র্থ ধাপের জন্য প্রস্তুতকৃত ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, আমরা বলেছি দল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের বায়োডাটা জমা দেয়ার জন্য। প্রতিদিন দলীয় কার্যালয়ে আমাদের দপ্তর সম্পাদকের কাছে আগ্রহীরা তাদের বায়োডাটা জমা দিতে পারবেন।
আরো পড়ুন  ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত