মোজাম্মেল প্রধান হাসিব : এক্সিম ব্যাংক লিমিটেডের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাখার অধীনে মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা’র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মতলব সদরের এন.এ.এম টাওয়ারের ২য় তলায় এ ব্যাংকের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এক্সিম ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আঞ্চলিক প্রধান (কুমিল্লা অঞ্চল) মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক লিমিটেড নারায়ণপুর বাজার শাখার ফাস্ট এ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোহাম্মদ মাসুদ রানা মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমূখ।
আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে মতলব বাজারে এক্সিম ব্যাংকের উপ-শাখা’র উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শাখার মাধ্যমে অত্র এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবেন বলে আশা ব্যক্ত করেন।
এসময় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ ও সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।