মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ২টি দাখিল কেন্দ্রে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ ৬৭জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে কৃতকার্য হয়েছে ৬শ ৫৫জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ-৫ পায় ২৯জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছে ১৩টি মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদ্রাসাগুলো হলোঃ কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ৪৬ হতে ৪৬ জন শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা২৪ হতে ২৪ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৯ জন। দৈয়ারা দারুুসুন্নাত মবিনিয়া নেসারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা৩৪ হতে ৩৪ শিক্ষার্থী শতভাগ পাশ করে, পাথৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা২০ হতে ২০ শিক্ষার্থী শতভাগ পাশ করে, পেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা৪১ হতে ৪১ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। দর্শনা পাড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা১৮ হতে ১৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে । রহমানিয়া নুরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা৩১ হতে ৩১ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।
শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা৪০ হতে ৪০ শিক্ষার্থী শতভাগ পাশ করে, যার মধ্যে জিপিএ ৫ পায় ৮ জন।
আহমেদনগর আব্দুল আজিজ আলিম মাদ্রাসা৩১ হতে ৩১ শিক্ষার্থী শতভাগ পাশ করে । শেখ ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা৩৮ হতে ৩৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৩ জন। পরানপুর ফাজিল মাদ্রাসা৩৫হতে ৩৫ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ১ জন। নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা৩৬ হতে ৩৬ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।
যাদবপুর মজিবুর রহমান মৃধা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩০ হতে ২৯ শিক্ষার্থী শতভাগ পাশ করে । মাদরাসাতুল নবাবী খামপাড় দাখিল মাদ্রাসা ২২ হতে ২১ শিক্ষার্থী শতভাগ পাশ করে । টাম্পা দাখিল মাদ্রাসা ২৯ হতে ২৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে যার মধ্যে জিপিএ ৫ পায় ৪ জন। কাদরা কর্ণপাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ২০ হতে ১৭ শিক্ষার্থী শতভাগ পাশ করে ।
রাগৈ ইসলামিয়া দাখিল মাদ্রাসা১৮ হতে ১৭শিক্ষার্থী শতভাগ পাশ করে , চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা ৩৪ হতে ৩৩ শিক্ষার্থী শতভাগ পাশ করে , রাজাপুরা আলামিন ফাজিল মাদ্রাসা৪২ হতে ৪০ শিক্ষার্থী শতভাগ পাশ করে , ভোলদীঘি কামিল মাদ্রাসা ৪০ হতে ৩৮ শিক্ষার্থী শতভাগ পাশ করে, যার মধ্যে জিপিএ ৫ পায় ২ জন।