নিজস্ব প্রতিনিধি : ‘আমাদের ফিরোজপুর, আমরাই সাজাবো’ সুরক্ষিত থাকুক আগামী প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সমাজের যেকোন দুর্যোগ মোকাবেলায় ও অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে ভাল কাজে সবার পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করবে সংগঠনটি।
তারই পরিপ্রেক্ষিতে সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের কমিটি গঠন করার লক্ষে শুক্রবার সন্ধ্যায় ফিরোজপুর বাজারস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সেভ দ্য ফিরোজপুরের নব নির্বাচিত আহ্বায়ক আল আমিন মজুমদারের পরিচালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবীবুর রহমান পলাশ, এম আই কে তুষার মজুমদার, হেলাল উদ্দিন তালুকদার, ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত বলেন, সামাজিক সংগঠন কেন করব, তার পিছনে প্রথম কারন হচ্ছে, তারুণ্য। আমরা আমাদের এ তরুণ সময়টা লেখাপড়া কিংবা চাকরির মধ্য দিয়েই চালাই। একটু খেয়াল করুন, লেখাপড়া কিন্তু দিনের ২৪ ঘন্টাই হয় না। লেখাপড়ার বাইরে আমরা অনেক সময় অবসরে কাটিয়ে দেই। আমরা চাইলে বিনোদনের মাধ্যমে সেই সময়কে তারুণ্যের শক্তিতে রূপান্তর করতে পারি। এসময়টা যদি আমরা সমাজের জন্য ব্যয় করি, তাহলে আমাদের ত কোন ক্ষতি হচ্ছে না। উল্টো লাভই হচ্ছে। কারন সমাজের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। এ সমাজের সামান্য উন্নয়ন হলে, তা আমাদের কল্যাণেই আসবে। তাই আমাদের কল্যাণে তারুণ্যের অবসর সময়টা সমাজের তরে কাজ করতে পারি।
তিনি আরো বলেন, বর্তমান তরুণ সমাজের একটি অংশ মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। এদেরকে রক্ষা করতে হবে। যখন আপনি এক বা একাধিক সামাজিক সংগঠনের আওতায় চলে আসবেন তখন আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনি চাইলেও এসব অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। কারন আপনার প্ল্যাটফর্ম আপনাকে বাঁধা দিবে।
যখন একটি সংগঠনের ব্যানারে আপনি মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিপক্ষে কথা বলবেন, তখন অন্যত্র এই অপরাধের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। কারন আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তাই এই প্ল্যাটফর্ম তৈরির জন্য আপনাকে সামাজিক সংগঠনের ব্যানারে আসতেই হবে।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের সেবা করতে সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসতে হবে।
পরে সভায় ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
সেভ দ্য ফিরোজপুর সামাজিক সংগঠনের আহবায়ক কমিটির নির্বাচিতরা হলেন, আহবায়ক আল আমিন মজুমদার, ১ম যুুগ্ন-আহবায়ক ফরহাদ প্রধানীয়া, সাজ্জাদ মজুমদার, বিল্লাল গাজী, মুনমুন, সদস্য সচিব রবিউল গাজী, সম্মানীত সদস্য- রিমন, মুজাহিদ, সাব্বির, হোসাইন, আরিফ, মেহেদী, ওসমান, হাছান, সাকিব, রোহান, রবিউল, সিফাত, শাওন, মেহেদী, হাছান, সজিব, জাবেদ, হাবিব, রিয়াজ, রিকাত, আরিফ, তাহমিদ প্রমূখ।