নিজস্ব প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৩নং নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শহীদ মিনার নির্মাণে অর্থায়ন করেছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হোসেন সরদার।
গোলাম হোসেন সরদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজি, পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস ছাত্তার সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও গ্রন্থনা বিষয়ক সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন, মারুফ হোসেন, প্রধান শিক্ষক রুমা আক্তার’সহ সকল শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে। এরই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হবে। এই কাজে সার্বিক সহযোগিতা করবে স্কুল পরিচালনা কমিটি।