আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ দে।
এসময় আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্মসম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, ফায়ার সার্ভিসের বিল্লাল হোসেন প্রমুখ।