ক্যারিয়ারে আরো একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে উৎসাহ আর উদ্দীপনায় প্রশিক্ষণ শেষে মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে বিদায় নিলো ফ্রিল্যান্সিং সাকসেস আইটির ডিজিটাল মার্কেটিং কোর্সের সফল ৩টি ব্যাচ।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর বাগাদী চৌরাস্তা সংলগ্ন ইট এন্ড চিল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। মাহমুদুল হাসান কাকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রিল্যান্সিং সাকসেস আইটির সিইও এবং মেন্টর মো. রাসেল হোসেন। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্রিল্যান্সিং কাজ শিখে অনেকে এখন স্বাবলম্বী হয়েছে।
এমনকি অনেকে গাড়ি-বাড়ি এবং অনেক টাকার মালিকও হয়েছে। আপনারা ফ্রিল্যান্সিং কাজ শিখেছেন ঠিকই, নিজেদের ক্যারিয়ার তৈরি করতে ও নিজেদেরকে ভালো পজিশনে নিয়ে যেতে এটিকে কাজে লাগাতে হবে। ফ্রিল্যান্সিং থেকে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।
তাই আজকে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে টাকা ইনকাম করা কেন ব্যাপার না। এতে নিজে স্বাবলম্বী হওয়া যায় অন্যদিকে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকাও রাখা যায়।
তিনি আরো বলেন, আজকের এই বিদায় মূলত বিদায় নয়। এটি কোর্স সম্পন্ন করার একটি আনুষ্ঠানিকতা মাত্র। মুক্ত এই পেশায় কাজ করতে গিয়ে যেকোন প্রয়োজনে সবসময় আমার সহযোগিতা পাবেন। ’
গত চার মাসের ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স সম্পন্নকারী ১ম, ২য় ও ৩য় ব্যাচের শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের নানা অভিজ্ঞতার কথা। প্রতিষ্ঠানটির মেন্টর রাসেল হোসেন এর প্রশংসার কথাও স্মৃতিচারণ করেন তারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ও ফিচার লেখক সাংবাদিক মো. মাসুদ হোসেন, সফল ফ্রিল্যান্সার মো. রবিউল ইসলাম, নূর মোহাম্মদ, রিয়াদ হোসেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৬০ জন শিক্ষার্থীবৃন্দ।