পুলিশ কর্মকর্তার হেমলেটের আঘাতে আহত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আবদুল্লাহ হিল বাকীকে হাসপাতালে দেখতে গিয়েছছেন জেলা স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দ। ১৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে তারা সরকারি জেনারেল হাসপাতালে যান।
এসময় স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দরা আহত আইনজীবী আবদুল্লাহ হিল বাকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সেখান থেকে চাঁদপুর প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসাধীন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের অসুস্থ মাকে দেখতে যান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোলায়মান ঢালী, ইফতেয়ার উদ্দিন শিশু, শামছুল আলম সূর্য, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদ প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি