সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণঘোষ, মৈশাদী হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, স্বাস্থ্য পরির্দশক মনির তালুকদার, সমাজ সেবার প্রতিনিধি শাহজান, মৈশাদী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার খান, তালতলা বাজার ব্যবসায়ী হারন অর রশিদ, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড সদস্য রহিমা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড সদস্য লিলুফা আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, ১নং ওয়ার্ড সদস্য সোহরাব খান, ২নং ওয়ার্ড সদস্য রাজু বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড সদস্য মানিক গাজী, ৫নং ওয়ার্ড সদস্য খোকন বেপারী, ৬নং ওয়ার্ড সদস্য শরীফ সর্দার, ৭নং ওয়ার্ড সদস্য রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ড সদস্য আল আমিন খান উজ্জ্বল, ৯নং ওয়ার্ড সদস্য ফারুক সরকার, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল মৃধা প্রমুখ।
এ সময় চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, মৈশাদীকে একটি আলোকিত মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন রয়েছে, সে স্বপ্ন নিয়েই কাজ করছি, মৈশাদী সর্বস্তরের সেবার মান উন্নয়নের জন্য সকল সদসদের সার্বিক সহযোগীতা কামনা করছি। তিনি বলেন, মৈশাদী থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাসসহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে জিরু টলারেন্স ঘোষনা করা হয়েছে। পরিষদের সকল সদস্যদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সকলের সার্বিক সমন্বয়ে মৈশাদীর উন্নয়নগুলো জনসমুক্ষে তুলে ধরতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে সার্বিক ভাবে কারছি। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মার্তৃত্বকালীণ ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ সকল উন্নয়নগুলো মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়া হবে। জন্মনিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেটসহ সকল সেবাগুলো সঠিক তথ্য দিয়ে নিতে হবে, নিয়মিত পরিষদের কর পরিষদ করে ইউনিয়নের উন্নয়নগুলো অব্যাহত রাখতে সকলকে সার্বিক ভাবে সহযোগীতা করতে হবে, দায়িত্ব এড়িয়ে যাবেনা, সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, করোনা প্রতিরোধ সবাইকে সচেতন হতে হবে, সবাইকে মাস্ক পড়তে হবে, সন্ধ্যার পর কোন শিক্ষার্থী যেন রাস্তায় না থাকে, সদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, সমাজকে পরিবর্তন করতে হলে সবাইকেই দায়িত্ববান হতে হবে, সম্বলিত ভাবে সবাই কাজ করলে মৈশাদীর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।