স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় ও চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চাঁদপুর সদর উপজেলার ৪ন শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলীস্থ উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম স্থানান্তর উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২২মার্চ (মঙ্গলবার) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, ১৯৪৮ সালে অত্র এলাকায় নারী শিক্ষার উন্নয়নে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী।তিনি এই এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন । আমাদের বাড়ির বিশেষ করে রুশদী পরিবার ও মুন্সিবাড়ীর অনেকেরই সহযোগিতা পেয়েছি ভবনটি করতে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞ। শিক্ষামন্ত্রীর সহযোগিতায় এ প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবকাঠামো সমস্যা সমাধান হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক অবকাঠামো উন্নয়ন হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে।
তিনি বলেন, নতুন ৪তলা একাডেমিক ভবন করার পেছনে আমার মা হোসনে আলা বেগম জমি দান করেছেন। এ ভবন করতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সাবেক সভাপতিসহ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আরো অনেকেই সহযোগিতা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ প্রতিষ্ঠান পাবলিক পরীক্ষায় সবসময় ভাল রেজাল্ট করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় ৫জন জিপিএ ৫পেয়েছে। তাদের আমরা সংবর্ধনা দিয়েছি। তোমরাও ভালো ফলাফল অর্জন করে এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে। এ ফলাফল ধরে রাখতে হবে তোমাদেরকেই। এ বিদ্যালয়ের শিক্ষকরা অনেক আন্তরিক। তারা সবসময় ভালো ফলাফল এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য কাজ করেন।
তিনি আরও বলেন, আমি প্রতি বছর আমার ব্যক্তিগত উদ্যোগে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীদের স্কুল ড্রেস দিচ্ছি। তার ধারাবাহিকতায় এ বছরও দিয়েছি।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী ও সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন এর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, মতলব বিআরডিবির অবসরপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা ও এলাকার কৃতিসন্তান সোলাইমান মুন্সি ,উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, অভিভাবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল হক মুন্সি প্রমুখ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষিকা মোসা: রুবিনা আক্তার, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: দীপঙ্কর চন্দ্র দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষিকা মানছূড়া আক্তার, সহকারি গ্রন্থাগারিক মাওলানা আব্দুল মান্নান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, ভবন নির্মাণের ঠিকাদার মান্নান হাজী, বিদ্যালয়ের অভিভাবক জয় কুমার ভক্ত, অভিভাবক মো: জামাল গাজী, অভিভাবক মো: নুর মোহাম্মদ মুন্সি, ডা:মো: হাসান মুন্সিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দোয়া অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ফাহিমা আক্তার, ফারজানা আক্তার, মাহমুদা আক্তার, খাদিজা আক্তার, স্বর্ণা রানীকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের জমি দাতা ও আজীবন দাতা সদস্য মোসা: হোসনেয়ারা বেগমকে তার শাহতলীস্থ নিজ বাসভবনে গিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৯ম শ্রেনির শিক্ষার্থী রাহেলা আক্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।