মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে উপজেলার নবযোগদানকৃত ৮০ জন প্রাথমিক শিক্ষকবৃন্দ যারা পিটিআইতে প্রশিক্ষণরত অবস্থায় আছেন তাদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. সফিকুল ইসলাম।
শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। এটা যেমন সত্যি তেমনি বর্তমান শিক্ষা ব্যবস্থায় যুক্তি হয়েছে প্রযুক্তি। অর্থাৎ কাগুজে বইর সাথে প্রযুক্তি যুক্ত হয়ে সমগ্র বিশ্বে শিক্ষায় অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে। একই সাথে পুঁথিগত বিদ্যার পরিবর্তে এখন কর্মমুখী তথা প্রযুক্তি নির্ভর অর্থাৎ কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়া হচ্ছে বিশ্বের দেশে দেশে। একটি দেশকে প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা ছাড়া সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, শিক্ষক তার নিজস্ব চিন্তা চেতনা, ব্যক্তিত্ব, মেধা-যোগ্যতা, মননশীলতা আর আধুনিক প্রযুক্তি প্রয়োগে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন। একজন শিক্ষককে হতে হবে দৃঢ়চেতা, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী, নিরপেক্ষ, অকুতোভয়, সত্যবাদী। তিনি তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে শিক্ষার্থীর মন জয় করবেন।