গাজী মোঃ মহসিন : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নিজ জেলায় রাজনীতিক কর্মাকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক এবং ধর্মীয় কর্মসূচি পালন করেছেন চাঁদপুরের কৃতি সন্তান বরেণ্য রাজনীতিক ও সমাজসেবক কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
৩ এপ্রিল রোববার দিনভর তিনি দলের নেতাকর্মী এবং সূধিজনদের সাথে নিয়ে বিভন্ন আয়োজনে অংশগ্রহণ করেন। এরমধ্যে দুপুরে হাইমচর উপজেলা চরভৈরবী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।
হাইমচর চরভৈরবী বাজারের মেসার্স জনতা ফিস ট্রেডার্সে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক বকাউলের সভাপতিত্বে ও বাজার ব্যবস্থাপনা কমিটিন সাধারন সম্পাদক ইলিয়াস লিটনের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সি. সহ-সভাপতি মোঃ মিজান খান, চরভৈরবী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেজবা উদ্দিন মোল্ল।
বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর কালীবাড়ি টাউনহল মার্কেটে সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে দলের অসহায় নেতাকর্মী এবং সমাজের দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সবশেষ তিনি এতিম কোরআনের হাফেজ এবং সুধিজনদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন হালাল রোজকারের মাধ্যমে সিয়াম পালন করার অনুরোধ করেন এবং হারাম রোজগার থেকে দূরে থাকার অনুরোধ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর শহরের মুখার্জি ঘাট মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ হাসান, হাইমচর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান সহ।
এছাড়া তিনি দুপুর দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অঞ্জনা খান মজলিসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সালাম বিনিময় করেন। বিকাল ৫টায় সদর উপজেলার নিজ গ্রাম লক্ষ্মীপুর খান বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।