মোঃ মাসুদ রান : চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে আবু আব্দুল্লাহ আয়ান (১৭ মাস) এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মেহের দক্ষিণ ইউপির ফতেপুর গ্রামে মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়ির শিশু আবু আব্দুল্লাহ আয়ান পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে হারিয়ে যায়। পরিবারের সদস্যরা তার অনুপস্থিতিতে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত শিশু আয়ান তার পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান, তার বাবা মোঃ শাহাদাত হোসেন চট্টগ্রামের সরকারি চাকরি করেন। শিশুটির অকাল প্রয়াণে তার স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।