নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আ.ন.ম এহছানুল হক মিলনের গ্রামের বাড়ি গোবিন্দপুর মিয়াজী বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল ) ইফতার পূর্বে গোহট দক্ষিণ, গোহট উত্তর, আশরাফপুর,কড়ইয়াসহ ৪ টি ইউনিয়ন বিএনপি ও দলীয় সকল অঙ্গসংগঠন উক্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: শাহ্ জাহান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী খান সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক।
ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নেতা কাজি আবুল হোসেন, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা কবির হোসেন, কচুয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরীফুল হক শাহজী, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালু মিয়া কমিশনার, সাধাণ সম্পাদক মানিক উপজেলা যুবদলের সভাপতি আবদুস সালাম শান্ত, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম তালুকদার রনি, ৯ নং কড়ইয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রধান, ১০ নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, ১২ নং আশরাফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরীফ মোহাম্মদ শফি উল্লাহ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ছাত্রদল নেতা রহিছ উদ্দিন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রবাসী জাফর ইকবাল পলাশ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক মায়া জুনায়দ সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতা- কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।