মোঃ সাজ্জাদ হোসেন রনি : ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি‘ এই স্লোগান কে সামনে রেখে হাইমচর থানা পুলিশের আয়োজনে এতিম,দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার ৩০ এপ্রিল সকাল ১১ ঘটিকায় হাইমচর থানা পুলিশের আয়োজনে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশনায় প্রায় শতাধিক এতিম ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন।
এসময় হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানীয়া, থানার ওসি তদন্ত উৎপল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইনসহ হাইমচর থানায় কর্মরত অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।