চাঁদপুর প্রতিনিধি : ফরিদগঞ্জে ভাইয়ের ইন্দনে ৪ দেবর ও এক জায়ের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছে ফাতেমা আক্তার রুব্বান বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী । আহত রুব্বানকে তার বাবার বাড়ির লোকজন শ্বশুড় বাড়ি থেকে উদ্ধারকেরে চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপতালে ভর্তি করে।
২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের খুরুমখালী গ্রামের বেলতইল্লা বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
হামলার শিকার গুরুতর আহত রুব্বান বেগম বলেন, আমার জামাইয়ের ইন্দনে তার ৪ ভাই আরিফ, হাবিব, কবির, জহির তার বোন মীনা মিলে আমাকে বেন্দা দিয়ে মারধর করে। আমাকে ওরা বাড়ি থেকে বের করতে আমার উপর হামলা করে। আমার স্বামী গত চার বছর সৌদিতে থকে সে কোন খরচ পাঠায় না। আমি বিভিন্ন বাড়িতে কাজ করে তিনটা পোলা পাইন চালাই। এতে নাকি তাদের ইজ্জতে লাগে তাই আমাকে প্রায়ই মারধর করে। গতকাল আমকে এমন মারা মারছে আমি এখন চলতে পারছি না।
ভুক্তভোগির ভাই শাহাদাৎ হোসেন বলেন, ইলিয়াছ মিজি সৌদিতে প্রবাসী হওয়া সত্ত্বেও পরিবারে স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেয় না। ১৬ বছর পূর্বে বিয়ে ৯ শতক জমি বিক্রি করে আমার বোনকে বিয়ে দেই। জামাই ইয়াছিন মিজি দুই বছর ভাল ছিল। এরপর থেকে সে আর আমার বোনের খোজ খবর নেয় না। মানুষের বাড়ি বাড়ি কাজ করে তিন সন্তানকে লালন পালন করছে। সে অন্য এক মেয়ের সাথে পরকিয়ায় জড়িত তাই আমার বোনকে বাড়ি থেকে তাড়াতে তার ৪ ভাইদের দিয়ে মারধর করে।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় হামলার শিকার পরিবার।