স্টাফ রিপোর্টার : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চার উপজেলায় CWFD-“নতুনদিন”প্রকল্পের মাধ্যমে চাঁদপুরে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে CWFD চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া এবং ফরিদগঞ্জ উপজেলায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন উদযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, হাজীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আজিজ আহম্মদ, শাহরাস্তি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আউয়াল খন্দকার, সাংবাদিক মো. জিসান আহমেদ নান্নু এবং নতুন দিন প্রকল্পের চাঁদপুর জেলার টিমলিডার মো. ফেরদাউস, ফিল্ড সুপারভাইজার, কমিউনিটি মবিলাইজার, গোল্ড স্টার মেম্বার, এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।