বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এর অধীন চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ২০২৩ইং সালের আলিম পরীক্ষায় ৫জন জিপিএ-৫ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।
২৬নভেম্বর (রবিবার) সারাদেশে একযোগে আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় মোট ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৩৪জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯২ ভাগ। এর মধ্যে এ+ পেয়েছে ৫ জন, এ পেয়েছে ২১ জন, এ- গ্রেড পেয়েছে ৪ জন, বি গ্রেড পেয়েছে ৩ জন, সি গ্রেড পেয়েছে ১ জন।
আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ১। মো: নিরব হোসেন, পিতা-জিন্নাহ বেপারী, মাতা-লাখী বেগম, গ্রাম-কুমারডুগী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৮৭৫০৭। ২। মিনহাজ খান, পিতা-মিজানুর রহমান, মাতা-হাসিনা বেগম, গ্রাম-কুমারডুগী, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৮৭৫১৬।
৩। ফারজানা আক্তার, পিতা-মোতালেব, মাতা-ঝরনা বেগম, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৮৭৫০৩। ৪। তাহমিনা আক্তার, পিতা-মফিজ মিজি, মাতা-কুলছুমা, গ্রাম-সকদিপাঁচগাঁও, পো: আলগী পাঁচগাঁও, উপজেলা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৮৭৪৯৮।
৫। ফাতেমা আক্তার, পিতা-আলমগীর হোসেন, মাতা-জেসমিন বেগম, গ্রাম-হাটিলা, উপজেলা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৮৭৫০৪। তারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায়।
২০২৩ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ সকল শিক্ষকবৃন্দ।