জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ এ ২০২১-২০২২ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারীর সম্মাননা পেলেন হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের সভাপতি কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী তৌহিদা আক্তারের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী কাউছার হোসেন লিটন।
রোববার সকালে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশননারের উদ্যোগে কুমিল্লা জোনের আওতাধীন ছয়টি জেলার ব্যবসায়ীক প্রতিনিধিদের অংশগ্রহণে কুমিল্লার ঝাউতলা হোটেল এলিট প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ঢাকা রাজস্ব বোর্ড শুল্ক ও ভ্যাট প্রশাসন/ শুল্ক রপ্তানি বন্ড ও আইটি’র সদস্য ফারজানা আফরোজ, বিশেষ অতিথি কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মো. গোলাম কবির, অতিরিক্ত কমিশনার সামিনা ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল মান্নান সরদার। অনুষ্ঠানে ওই সময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কুমিল্লা জোনের ছয়টি জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
