ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোর দিশারী ফাউন্ডেশন

  • মাসুদ হোসেন
  • আপডেট সময় : ১১:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • 344
চাঁদপুর সদরে এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন।
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার রামপুর ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুল ইসলাম সোহেল, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মনির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ নাজমুস নাহিদ, টেক্সটাইল ইন্জিনিয়ার আবদুর রহমান মানিক, মোঃ সাইফুজ্জামান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাইনুল ইসলাম সোহেল, মোঃ আনিসুর রহমান মামুন, মোঃ সোহেল রানা, কামাল পাটোয়ারী, আরিফ হোসেন প্রমূখ।
আলোর দিশারী ফাউন্ডেশনের প্রশংসা করে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যতিক্রমী এমন একটি আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। সংগঠনটি এমন ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের আরো উৎসাহ বাড়াতে হবে।
বক্তারা আরো বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহ্ মোঃ শাহাদাত জুয়েল।
তিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং বর্তমানের তুলনায় আগামীতে যেন আরো এ প্লাস প্রাপ্তির সংখ্যা ১০ গুন বৃদ্ধি পায় এ ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।
এসময় কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আজকে আমরা খুবই আনন্দিত। তবে সাফল্যের ধারা যাতে অব্যাহত রাখতে পারি সবার কাছে সেই প্রার্থনা করি।
জানা যায়, রামপুর ইউনিয়নের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
তাদের মধ্যে আলহেরা ওয়াহেদিয়া একাডেমি মহিলা দাখিল মাদরাসা থেকে নুর নাহার আক্তার ও ফারিহা আক্তার, রামপুর আদর্শ আলিম মাদরাসা থেকে আজিজুল ইসলাম মিজি, মনিহার দাখিল মাদরাসা থেকে মোঃ মাকসুদ আলম সগীর, কামরাঙা স্কুল এন্ড কলেজ থেকে খাদিজাতুল কোবরা ও ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে আখি আক্তার।
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেষ্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয় এবং উপস্থিত সবার জন্য মৌসুমি ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন,নিয়ন্ত্রণে ৮ইউনিট

চাঁদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোর দিশারী ফাউন্ডেশন

আপডেট সময় : ১১:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
চাঁদপুর সদরে এসএসসি ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী ফাউন্ডেশন।
বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার রামপুর ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামরুল ইসলাম সোহেল, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মনির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ নাজমুস নাহিদ, টেক্সটাইল ইন্জিনিয়ার আবদুর রহমান মানিক, মোঃ সাইফুজ্জামান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাইনুল ইসলাম সোহেল, মোঃ আনিসুর রহমান মামুন, মোঃ সোহেল রানা, কামাল পাটোয়ারী, আরিফ হোসেন প্রমূখ।
আলোর দিশারী ফাউন্ডেশনের প্রশংসা করে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যতিক্রমী এমন একটি আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। সংগঠনটি এমন ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের আরো উৎসাহ বাড়াতে হবে।
বক্তারা আরো বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহ্ মোঃ শাহাদাত জুয়েল।
তিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন এবং বর্তমানের তুলনায় আগামীতে যেন আরো এ প্লাস প্রাপ্তির সংখ্যা ১০ গুন বৃদ্ধি পায় এ ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।
এসময় কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, আজকে আমরা খুবই আনন্দিত। তবে সাফল্যের ধারা যাতে অব্যাহত রাখতে পারি সবার কাছে সেই প্রার্থনা করি।
জানা যায়, রামপুর ইউনিয়নের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
তাদের মধ্যে আলহেরা ওয়াহেদিয়া একাডেমি মহিলা দাখিল মাদরাসা থেকে নুর নাহার আক্তার ও ফারিহা আক্তার, রামপুর আদর্শ আলিম মাদরাসা থেকে আজিজুল ইসলাম মিজি, মনিহার দাখিল মাদরাসা থেকে মোঃ মাকসুদ আলম সগীর, কামরাঙা স্কুল এন্ড কলেজ থেকে খাদিজাতুল কোবরা ও ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে আখি আক্তার।
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেষ্ট, নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয় এবং উপস্থিত সবার জন্য মৌসুমি ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।