মাসুদ হোসেন : চাঁদপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ৩০৪ নমুনা পরীক্ষা করে ১১৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। সনাক্তের হার ৩৭.৫০% শতাংশ।
শনাক্ত হওয়া ১১৪ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ৭৮জন, ফরিদগঞ্জের ১৬জন, হাজীগঞ্জের ৫জন, মতলব উত্তরের ৩জন, কচুয়ার ১জন, হাইমচরের ১জন, শাহরাস্তির ৮জন ও মতলব দক্ষিণের ২জন রয়েছেন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ১১৪ জনসহ রবিবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৫ হাজার ৭৯৪ জন। এই পনেরো সহস্রাধিক রোগীর মধ্যে ২৩ জানুয়ারি পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮০ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৪৭২ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ জন।
এদের মধ্যে- চাঁদপুর সদরে ৯৮, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।