সজীব খান : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান তপদার।
তিনি এ ঈদে দেশবাসীর নিরাময় সুস্থ্যতা, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
তিনি বলেন ঈদুল আযহা মুসলমান জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর এ ঈদ আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগম হয়। ঈদ সব শ্রেনী পেশার মানুষের মাঝে গড়ে তোলে সৌন্দর্র্য্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেনীর মানুষকে। সৌহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাশিত হয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করবে এটা তিনি প্রত্যাশা করে তার শৈশব, কৈশর জীবনের সকল বন্ধ বান্ধব আত্মীয় স্বজনকে ঈদ মোবারক জানিয়েছেন।