সকল বিভেদ ভুলে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার উপর জোর দিয়ে চাঁদপুর জেলা প্রসাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন বলেছেন, কারো উস্কানীতে সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট করা যাবেনা। নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করতে হবে।
রবিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন একথা বলেন।
তিনি আরো বলেন, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো বিচ্ছিন্ন ঘটনার জের ধরে সম্প্রীতিতে যেন বিন্দুমাত্র চিড় না ধরে, সে ক্ষেত্রে সর্বোচ্চ সজাগ থাকতে থাকতে সবাইকে আহ্বান জানান জেলা প্রশাসক।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার হিল্লোল চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব।
সমাবেশে আরো বক্তব্য দেন -মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ওলামা দলের সদস্য মাওলানা তাজুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামির আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান নাদিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, খাগুরিয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাইন উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনর মতলব উত্তর উপজেলা শাখার ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ হানিফ, সাংবাদিক গোলাম নবী খোকন, আব্দুল মান্নান সাগর, নূর মোহাম্মদ খান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
এ সময় প্রশাসনিক, রাজনৈতিক, মিডিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।