ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর মেঘনায় নৌকা ডুবিতে নববধু ফাহিমার মর’’দেহ ভোলায় ও সেতুর ইব্রাহিমপুরে উদ্ধার

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমনে নেমে নৌকা ডুবে মাঝিসহ ৬ জন নিখোঁজ হয়।

Model Hospital

এর মধ্যে ৪ জন উদ্ধার হলেও বৃহস্পতিবার নিখোঁজ নববধু উম্মে হানিয়া ফাহিমা (২১) এর গলিত লাশটি বিকেলে পাওয়া গেছে ভোলা জেলার দৌলতখান চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নদীতে।

জেলেরা মাছ ধরতে গেলে নববধু উম্মে হানিয়া ফাহিমা (২১) গলিত লাশটি নদীতে ভেসে যাওয়ার সময় জেলেরা উদ্ধার করে পারে তুলে আনে।

অন্যদিকে মোহসিনা সেতুর (৩০) এর লাশ সন্ধ্যায় ইব্রাহিমপুর ইউনিয়নে নদীতে এলাকার জনগণ একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নরসিংহপুর নৌ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মৃতদেহটি নিখোঁজ মোহসীনা সেতু।

জানা যায়, গত ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নদীতে ভ্রমনে নেমে শহরের পুরাণ বাজার থেকে নৌকা করে বড় স্টেশন মোলহেডে আসার সময় তারা দুর্ঘটনার কবলে পড়ে। নদী থেকে উদ্ধার হওয়া ব্যাক্তিরা হলেন নববধু ফাহিমার স্বামী কোরিয়া প্রবাসী নাঈম খান (৩৫), তার বন্ধু মো. মাজহারুল (৩৩), আত্মীয় মুনিয়া (২৬) ও নৌকার মাঝি।

নৌকায় থাকা সেতু ছাড়া বাকীদের বাড়ী জেলার মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির বাসিন্দা। মোহসিনা সেতুর বাড়ী মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার স্বামীর নাম আবু তৈয়ব। বর্তমানে চাঁদপুর শহরের নাজির পাড়ায় থাকেন।

গলিত দু’টি লাশই উদ্ধারের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।

ট্যাগস :

চাঁদপুরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান

চাঁদপুর মেঘনায় নৌকা ডুবিতে নববধু ফাহিমার মর’’দেহ ভোলায় ও সেতুর ইব্রাহিমপুরে উদ্ধার

আপডেট সময় : ০১:১৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমনে নেমে নৌকা ডুবে মাঝিসহ ৬ জন নিখোঁজ হয়।

Model Hospital

এর মধ্যে ৪ জন উদ্ধার হলেও বৃহস্পতিবার নিখোঁজ নববধু উম্মে হানিয়া ফাহিমা (২১) এর গলিত লাশটি বিকেলে পাওয়া গেছে ভোলা জেলার দৌলতখান চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নদীতে।

জেলেরা মাছ ধরতে গেলে নববধু উম্মে হানিয়া ফাহিমা (২১) গলিত লাশটি নদীতে ভেসে যাওয়ার সময় জেলেরা উদ্ধার করে পারে তুলে আনে।

অন্যদিকে মোহসিনা সেতুর (৩০) এর লাশ সন্ধ্যায় ইব্রাহিমপুর ইউনিয়নে নদীতে এলাকার জনগণ একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নরসিংহপুর নৌ থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মৃতদেহটি নিখোঁজ মোহসীনা সেতু।

জানা যায়, গত ১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নদীতে ভ্রমনে নেমে শহরের পুরাণ বাজার থেকে নৌকা করে বড় স্টেশন মোলহেডে আসার সময় তারা দুর্ঘটনার কবলে পড়ে। নদী থেকে উদ্ধার হওয়া ব্যাক্তিরা হলেন নববধু ফাহিমার স্বামী কোরিয়া প্রবাসী নাঈম খান (৩৫), তার বন্ধু মো. মাজহারুল (৩৩), আত্মীয় মুনিয়া (২৬) ও নৌকার মাঝি।

নৌকায় থাকা সেতু ছাড়া বাকীদের বাড়ী জেলার মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দির বাসিন্দা। মোহসিনা সেতুর বাড়ী মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার স্বামীর নাম আবু তৈয়ব। বর্তমানে চাঁদপুর শহরের নাজির পাড়ায় থাকেন।

গলিত দু’টি লাশই উদ্ধারের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে।