চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম জান্নাত।
বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ড কুড়লি মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু জান্নাত ওই বাড়ির আব্দুল কুদ্দুসের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়। বিকেলে শিশু জান্নাত সকলের অগোচরে বসতঘর থেকে বের হয়ে যায়।
পরিবারের লোকজন জান্নাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালের আনার আগেই শিশুর মৃত্যু হয়।